মালদহে মহিলা তৃণমূলকর্মীর উপর বিজেপির সশস্ত্র হামলা

Must read

প্রতিবেদন : মহিলাদের নিগ্রহ করাতেও বিজেপির (shame on bjp) জুড়ি নেই। মালদহের মোথাবাড়িতে সুষমা মণ্ডল রায় নামে এক মহিলা তৃণমূল সমর্থককে বিজেপির কিছু দুষ্কৃতী নানাভাবে উত্ত্যক্ত করে এবং জোর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে। সেই মহিলা অরাজি হলে তাঁকে বিজেপি-আশ্রিত (shame on bjp) দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে। তিনি গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাঁর স্বামী বাপি রায়ও এই ঘটনায় আহত হন। সুষমার শাশুড়ি সান্ত্বনা রায় জানান, শ্যামল কর্মকার নামে এক বিজেপি নেতার নেতৃত্বে দুষ্কৃতীরা তাঁর বৌমাকে জয় শ্রীরাম বলার জন্য জোরাজুরি করতে থাকে। সে রাজি না হলে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। টিএমসি ব্লক প্রেসিডেন্ট ফিরোজ শেখ এই ঘটনার তীব্র নিন্দা করে অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেছেন। মোথাবাড়ি পুলিশ দোষীদের খোঁজ করছে।

আরও পড়ুন- উন্মুক্ত শৌচমুক্ত শহরের তকমা হালিশহর ও কাঁচরাপাড়ার

Latest article