প্রতিবেদন : যুবভারতীতে গতবারের ডুরান্ড ফাইনালের পুনরাবৃত্তি। আবারও কলকাতা থেকে ট্রফি নিয়ে গেল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। আবারও নায়ক সেই মরোক্কান গোলমেশিন আলাদিন আজারাই। টুর্নামেন্টের সেরা ফুটবলারের গোল্ডেন বল এবং সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পুরস্কার একাই জিতে নিলেন তিনি। জোড়া সেরার সম্মানের বিশেষ পুরস্কার হিসেবে হাতে পেলেন দু’টি এসইউভি গাড়ি-র চাবি। গতবার আইএসএলেও জিতেছিলেন গোল্ডেন বুট। প্রতিযোগিতায় গোল্ডেন গ্লাভস জিতলেন গোলকিপার গুরমিত।
আরও পড়ুন-রবীন্দ্রনাথ ও ধ্রুপদি বাংলা
জোড়া পুরস্কার ছোট্ট মেয়ে সোফিয়াকে উৎসর্গ করলেন আলাদিন। বললেন, কলকাতায় দু’বার ডুরান্ড জিতলাম। ম্যাচের, টুর্নামেন্টের সেরা হলাম। অসাধারণ অনুভূতি। চ্যাম্পিয়নের শিমলা ট্রফি আলাদিনদের হাতে তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় শেঠ এবং সেনাবাহিনীর কর্তারা। ছিলেন চ্যাম্পিয়ন নর্থইস্ট দলের কর্ণধার জন আব্রাহাম। দল চ্যাম্পিয়ন হওয়ার পর বলিউড অভিনেতা তাঁর ফুটবলারদের সঙ্গেই উৎসবে মেতে ওঠেন। গ্যালারিতে নর্থইস্ট সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন। জনকে অভিনন্দন জানান ক্রীড়ামন্ত্রী।