‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সম্রাট সেই আলাদিন, উৎসবে শামিল জন
নব প্রজন্ম
নূতন প্রভাতে নূতন সম্ভারে
নব প্রজন্ম জাগবে।
বিফল হবে লজ্জা আঘাত
শিশির কণা হাসবে।।
দুরন্ত যৌবন পবন গর্জে
কদম-কদমে বাড়বে।
শৈলচূড়ায় সাগর বিহঙ্গেরা
কিচির মিচির গাইবে।।
মাটির প্রদীপ ধরার ধূলিতে
জ্বালবে প্রগতি শিখা।
ধর্মে-বর্ণে মিলিত শক্তি
আনবে আলোক বর্তিকা।।
সাজিয়ে নিজের জীবনতরী
নিজেদের ভবিষ্যৎ গড়বে।
ইচ্ছাশক্তি ও পরিশ্রমে
ছাত্র-যৌবন বাঁচবে।।
নিজের জীবন গড়তে হবে
নিজের পায়ে দাঁড়িয়ে।
এসো মিলে সবে শপথ নাও
এসো মিলে সবে শপথ নাও
দুর্বলতাকে দাও হারিয়ে।।