প্রতিবেদন : বিজেপির পর সিপিএমের কেরলেও আক্রান্ত বাংলার শ্রমিক। গণধর্ষণের শিকার মহেশতলার তরুণী। খবর পেয়েই নির্যাতিতা ও তাঁর পরিবারকে সবরকম সাহায্যের জন্য কেরলে তৃণমূলের প্রতিনিধি দল পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কেরলের রামা নাট্যু এলাকায় পৌঁছে গিয়েছে মহেশতলা পুরসভার কাউন্সিলর দীপিকা দত্ত, রমেশ কে, মিঠুন আলি মোল্লা, খোকন সেন ও জেলা পুলিশের ২ আধিকারিক-সহ ৬ সদস্যের সেই প্রতিনিধি দল।
আরও পড়ুন-৫ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী, বেসরকারীকরণই কারণ, তথ্য দিয়ে জানাল কেন্দ্র
দেখা করেছেন হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা তরুণীর সঙ্গে। তাঁর পরিস্থিতি নিয়ে কথা হয়েছে চিকিৎসকদের সঙ্গে। স্থানীয় থানায় যেখানে অভিযোগ জানানো হয়েছে, সেখানে গিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কেও জেনেছে প্রতিনিধি দল। জানা গিয়েছে, এখনও পর্যন্ত শুধুমাত্র অভিযুক্ত এক গাড়িচালককে গ্রেফতার করেছে কেরল পুলিশ। অন্য অভিযুক্তরা এখনও পলাতক। তারপর নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর মা ও পরিবারের সঙ্গেও দেখা করেছেন সাংসদ অভিষেকের পাঠানো টিমের সদস্যরা। তাঁদের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন তাঁরা। একইসঙ্গে নির্যাতিতার পরিবারের কোনও কিছুর প্রয়োজন রয়েছে কিনা, সেসব নিয়েও খোঁজখবর নেওয়া হয়। তৃণমূলের প্রতিনিধি দলের কাছে নির্যাতিতার মায়ের ইচ্ছেপ্রকাশ, মেয়ের উপর নৃশংস অত্যাচারে অভিযুক্তরা সাজা পেলেই বাংলায় ফিরে এসে তৃণমূলের উন্নয়নে শামিল হয়ে এখানেই বাস করতে চান তাঁরা।