ফরাক্কায় ঢোকার আগেই আজিমগঞ্জ এক্সপ্রেসের উপর তার ছিঁড়ে বিপত্তি

নিরাপত্তার খাতিরে যাত্রীদের নামানো হয় স্টেশনে। সকাল ১০.১৪ তেও দাঁড়িয়ে ছিল ট্রেনটি। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা।

Must read

রক্ষনাবেক্ষনের অভাব ভারতীয় রেলের! দ্রুত গতিতে চলছিল মালদহ-আজিমগঞ্জ এক্সপ্রেস (Malda Azimgunj Express)। কিন্তু তার মধ্যেই হঠাৎ চলন্ত ট্রেনের উপর পড়ল হাইভোল্টেজ বিদ্যুতের তার। নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার মুখেই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই এক্সপ্রেস ট্রেন। মালদহ থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মালদহ-আজিমগঞ্জ এক্সপ্রেস কিন্তু নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার আগে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। সঙ্গে-সঙ্গে দাঁড়িয়ে যায় ট্রেনটি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নিরাপত্তার খাতিরে যাত্রীদের নামানো হয় স্টেশনে। সকাল ১০.১৪ তেও দাঁড়িয়ে ছিল ট্রেনটি। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা।

আরও পড়ুন-লুকিয়ে ভারতে অনুপ্রবেশ, বিএসএফের জালে বাংলাদেশের প্রাক্তন পুলিশকর্তা, আজ আদালতে পেশ

ঠিক কী কারণে এই ঘটনা ঘটে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে রেলের তরফে। রক্ষণাবেক্ষণের অভাব ছিল নাকি অন্যকিছু সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ফরাক্কা ব্যারেজে ঢোকার ঠিক আগে এই ঘটনা ঘটে। কিন্তু যদি ব্যারেজের উপরই ট্রেনটি দাঁড়িয়ে পড়ত তখন কি অবস্থা হত ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে যাত্রীদের। তখন যাত্রীরা কোথায় নামতেন সেই বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত এই প্রথম না, আগেও বড়সড় দুর্ঘটনা ঘটনা এড়িয়েছিল ক্যানিং লোকাল। সোনারপুরে রেললাইনের উপর একটি গাড়িকে টেনে নিয়ে যায় লোকাল ট্রেন। সোনারপুরের গণশক্তি মোড়ে একটি লেভেল বিহীন ক্রসিংয়ে এই ঘটনায় কোনও ক্রমে রক্ষা পায় ওই ছোটা হাতি গাড়ির চালক। বিপদ বুঝতে পেরে পালিয়ে যান তিনি। তবে সব মিলিয়ে আরও একবার প্রশ্নের মুখে রেলের সিগনালিং ব্যবস্থা ও রক্ষনাবেক্ষন।

Latest article