শিখদের (Sikh) পবিত্র গ্রন্থ ছাড়াও শ্রী গুরু গ্রন্থসাহিবকে ‘আন্তঃধর্মীয় সংস্কৃতির সংলাপ’ এবং ‘জাতীয় সংহতির প্রতীক’ বলে অভিহিত করা হয়েছিল। শিখ গুরু গোবিন্দ সিংহের যুগে সঙ্কলিত এই বইটির বঙ্গানুবাদ প্রকাশ করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গুরু নানকের ৫৫০তম জন্মবর্ষেই প্রকাশ্যে আসে বাংলা গ্রন্থসাহিব। গ্রন্থসাহিবের সঙ্গে বাংলার যোগ আবহমান সেই কথা অস্বীকারের জায়গা নেই। গুরু নানক থেকে শুরু করে গুরু গোবিন্দ সিংহ পর্যন্ত শিখ গুরুদের অধ্যাত্মভাবনা ও জীবনদর্শন এই গ্রন্থে রয়েছে। বিভিন্ন ধর্মীয় ভাবনা, সাধক-কবিদের ভাবনা এই বইয়ে আছে যা পাঠকদের রীতিমত সমৃদ্ধ করে। এই পবিত্র গ্রন্থে সমগ্র মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। এই গ্রন্থ পাঠ করার পর, বিশ্বের বহু সমস্যার সমাধান হয়েছে বলেই মনে করেছেন ভক্তরা।
আরও পড়ুন-ফরাক্কায় ঢোকার আগেই আজিমগঞ্জ এক্সপ্রেসের উপর তার ছিঁড়ে বিপত্তি
এই পবিত্র দিন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ”শ্রী গুরু গ্রন্থ গ্রন্থসাহিবের প্রকাশ পুরবের পুণ্য লগ্নে আমি আমার সকল শিখ ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাই। শ্রী গুরু গ্রন্থ গ্রন্থসাহিব সাম্য ও সৌভ্রাতৃত্বের মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব দেয় এবং এর আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা আমাদের চলার পথ আজও আলোকিত করে। শিখদের মানবতাবাদ, সাহস ও বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের নবজাগরণের ব্যক্তিত্বদের সেই সময়ে অনুপ্রাণিত করেছিল এবং আজও তারা আমাদের অনুপ্রাণিত করে। আমাদের মধ্যে আজ সেই বিশ্বাসটি তৈরী হয়েছে এবং গুরুদ্বারে আমার পরিদর্শন শুধুই সেই ঐতিহ্য বহন করে।”
I convey my sincere greetings to all my Sikh brothers and sisters on the solemn and sacred occasion of the Prakash Purab of Sri Guru Granth Sahib ji.
The spiritual and moral teachings of Sri Guru Granth Sahib ji continue to illumine our paths, emphasising values of equality and…
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2025