বিধায়কের উদ্যোগে ভেঙে পড়ার কয়েক ঘণ্টায় শুরু সেতু মেরামতি

প্রবল বর্ষণের জেরে ভেঙে পড়েছিল সেতু। খবর পেয়েই ছুটে যান বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। এলাকায় দাঁড়িয়ে সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে ফোন করেন তিনি

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : প্রবল বর্ষণের জেরে ভেঙে পড়েছিল সেতু। খবর পেয়েই ছুটে যান বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। এলাকায় দাঁড়িয়ে সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে ফোন করেন তিনি। আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ভাঙা সেতু মেরামতির কাজ। শনিবার সন্ধ্যায় ঝালদা থানার প্রত্যন্ত এলাকা হেঁসাহাতু অঞ্চলের পাটুব গ্ৰামের ঘটনায় বিধায়কের তৎপরতায় ভীষণ খুশি এলাকার মানুষ।

আরও পড়ুন-দেশে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত, দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিধায়ক সুশান্ত মাহাত বলেন, পাটুব গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি ছোট নদী। সেই নদীর উপর নির্মিত সেতু দিয়েই জঙ্গল এলাকার অন্তত দশটি গ্রামের মানুষ যাতায়াত করেন। শনিবার দিনভর প্রবল বৃষ্টির জন্য নদীতে জলস্তর বেড়ে গিয়েছিল। প্রবল স্রোতে সেতুটির কোনও ক্ষতি না হলেও দু’পাশের রাস্তা ধুয়েমুছে গিয়েছে। ঘটনাস্থল থেকেই মানসদাকে ফোন করে বিষয়টি জানাই। সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন ঘটনা আগে ঘটেনি। তাঁদের আশা, কয়েকদিনের মধ্যেই সেতুটি আবার ব্যবহারের যোগ্য হয়ে উঠবে।

Latest article