ছাত্র সমাবেশে এবারের থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসে (TMCP) ছাত্র-ছাত্রীদের সমাবেশে উত্তাল হবে কলকাতা। যার প্রস্তুতি চলছে জোরকদমে।

Must read

প্রতিবেদন : ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসে (TMCP) ছাত্র-ছাত্রীদের সমাবেশে উত্তাল হবে কলকাতা। যার প্রস্তুতি চলছে জোরকদমে। পাহাড় থেকে সমতল, কোচবিহার থেকে কাকদ্বীপ—দেড় মাসের বেশি সময় ধরে টানা কয়েকশো প্রস্তুতিসভা, মিছিল করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি জানালেন, এবারে ২৮ অগাস্টের থিম করা হচ্ছে বিজেপির ভাষাসন্ত্রাস, বাঙালিবিদ্বেষ এবং এসআইআরকে সামনে রেখে। অবশ্যই প্রধান বক্তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্ব। থাকবেন একেবারে প্রথম দিন থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মী এবং সভাপতিরা।

আরও পড়ুন-দলিত-বিরোধী বিজেপি জুতোপেটা ইঞ্জিনিয়ারকে

ইতিমধ্যেই তৃণাঙ্কুরের পরিকল্পনা এবং ভাবনায় থিম সং তৈরি করে ফেলা হয়েছে। যা গোটা বাংলা জুড়ে ইতিমধ্যেই চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করেছে। কেশব দে-র সুরে এবং বাদল পালের কথায় এই গান তৈরি হয়েছে। গেয়েছেন কেশব দে। রবিবারও হাবড়াতে মিছিল করেছেন তৃণাঙ্কুর। এবার ২ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী উপস্থিত থাকবে সমাবেশে।

Latest article