ইউক্রেনের নয়া কৌশল, রাশিয়ার তেলের ঘাঁটিতে পরপর বোমাবর্ষণ

Must read

প্রতিবেদন: কোথায় যুদ্ধের শেষ? ট্রাম্পের কথাকে পাত্তাই দিল না ইউক্রেন। পুতিন আর জেলেনেস্কির মধ্যে সেতুবন্ধনের যাবতীয় উদ্যোগেরও জলাঞ্জলি। এবার রাশিয়ার (Russia) তেলের ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইউক্রেন। পরপর বোমাবর্ষণ করে চলেছে রাশিয়ার তৈল পরিশোধনাগারগুলোয়। মুহুর্মূহ বোমার শব্দে কেঁপে উঠছে এলাকা। ইউক্রেনের এই নতুন কৌশলে রীতিমতো বিপাকে রুশ প্রশাসন। আসলে যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। ফলে রাশিয়ার অভ্যন্তরের লাগামছাড়া হয়ে উঠেছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। ক্রাইমিয়া-সহ রাশিয়ার বিভিন্ন এলাকা ভুগছে তেলের প্রবল ঘাটতিতে। শুধু অগাস্টেই রাশিয়ায় তেলের দাম বেড়েছে ১০ শতাংশ। এর প্রভাব ভারতেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন-বিপর্যয়ই ঘুরে দাঁড়ানোর রসদ, জবি-লুকাদের বার্তা দিলেন অভিষেক

এবার সত্যিই অভূতপূর্ব সংকটে রাশিয়া (Russia)। শুধু তেল পরিশোধনাগার নয়, পাম্পিং স্টেশন এবং জ্বালানিবাহী ট্রেনগুলোকেও টার্গেট করছে ইউক্রেন। বোমা-বর্ষণ করছে বেছে বেছে। শুধুমাত্র অগাস্টেই রাশিয়ার অন্তত ১০টি মূল জ্বালানিকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তথ্যের দাবি, এই কেন্দ্রগুলোতে বছরে ৪.৪ কোটি টনের বেশি তেল উৎপাদিত হয়। এটি রাশিয়ার মোট উৎপাদনের ১০ শতাংশের বেশি। হামলায় গুরুতর ক্ষতির মুখোমুখি দক্ষিণ রাশিয়ার বৃহত্তম জ্বালানিকেন্দ্র ভলগোগ্রাদের লুকোইল। ১৪ থেকে ১৯ অগাস্টের মধ্যে কমপক্ষে দু’বার এখানে বোমাবর্ষণ করেছে ইউক্রেন। বিধ্বস্ত সারাতভে, রোস্তভ প্রদেশের তেল পরিশোধনাগারগুলো।
লক্ষণীয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত সবচেয়ে বেশি তেল কেনে রাশিয়া থেকেই। এর জন্য ৫০ শতাংশ ‘জরিমানা’ শুল্কও চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউক্রেনের হামলায় এবার রাশিয়ায় তেলের দামই আকাশছোঁয়া হয়ে গেলে ভারতে তার প্রভাব পড়া অসম্ভব নয়।

Latest article