উল্টো সুর পাকিস্তানের, যুদ্ধবিরতিতে কোনও ভূমিকাই ছিল না আমেরিকার

Must read

প্রতিবেদন: মুখ পুড়ল ট্রাম্পের। পাকিস্তান যে এমন উল্টো সুরে গাইবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। ভারত-পাক (pakistan) যুদ্ধবিরতির কৃতিত্ব বারবার ট্রাম্প দাবি করলেও একেবারে ইউটার্ন পাকিস্তানের। পাক বিদেশমন্ত্রী ইশাক দার কোনওরকম রাখঢাক না করেই বলে দিলেন, ভারত-পাক যুদ্ধে ইসলামাবাদের তরফ থেকে মোটেই মধ্যস্থতা করতে বলা হয়নি আমেরিকাকে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কাশ্মীর-সহ সব অমীমাংসিত বিষয়েই ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান (pakistan)। পাকিস্তানের আচমকা এই ভোলবদলে বিস্মিত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় কথা, পাক বিদেশমন্ত্রীর এই বক্তব্য নিঃসন্দেহে গভীর অস্বস্তিতে ফেলে দেবে মার্কিন প্রেসিডেন্টকেও। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, নিজের দেশের সংবাদমাধ্যমে পাক বিদেশমন্ত্রী স্বীকার করেছেন, অপারেশন সিঁদুরে পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় নিজেই যুদ্ধবিরতি চেয়েছিল ইসলামাবাদ। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনার ব্যবস্থা করতে বলিনি।
আশ্চর্যের বিষয়, ট্রাম্পের মধ্যস্থতার দাবি প্রথমে পাকিস্তান স্বীকার করলেও ভারত বরাবরই উড়িয়ে দিয়েছে সেই দাবি। অথচ এবার পাকিস্তানই বলছে, যুদ্ধবিরতিতে মোটেই কোনও ভূমিকা ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের।

আরও পড়ুন-ইউক্রেনের নয়া কৌশল, রাশিয়ার তেলের ঘাঁটিতে পরপর বোমাবর্ষণ

Latest article