উচিত শিক্ষা দেব বিজেপিকে

Must read

প্রতিবেদন: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ২৮৫ দিন আগে বিজেপির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দক্ষিণী ছবির নায়ক হার্টথ্রব সুপারস্টার থালাপাতি বিজয় (vijay thalapathy)। যাঁর ছবি মুক্তি পাওয়ামাত্রই কোটি কোটি টাকার ব্যবসা দেয়, মাদুরাইয়ে কয়েক লক্ষ মানুষের সমাবেশে সেই বিজয়ের ঘোষণা, আমার আদর্শগত একমাত্র শত্রু বিজেপি। সামনের নির্বাচনে উচিত শিক্ষা দেব ওদের। মুছে দেব এআইডিএমকে-বিজেপির অযোগ্য জোটকে। কারণ তারা এমজিআরের উত্তরাধিকারকে অপমানিত করেছে। ঠকিয়েছে দলের নিষ্পাপ কর্মীদের। রুপোলি পর্দার জগৎ থেকে রাজনীতির জগতে টিভিকে সুপ্রিমো তামিল সুপারস্টারের (vijay thalapathy) পদার্পণ ঝড় তুলেছে তামিলনাড়ুর রাজনীতিতে।

আরও পড়ুন-উল্টো সুর পাকিস্তানের, যুদ্ধবিরতিতে কোনও ভূমিকাই ছিল না আমেরিকার

Latest article