সংবাদদাতা, বনগাঁ : বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও মিথ্যাচার করে জটিলতা তৈরি করেছে বিজেপি। কিছু মানুষকে অল্পদিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায় না। সেটাই দেখা গেল মতুয়া ঠাকুরবাড়িতে।
বিজেপি সাংসদ কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন তাঁরই গর্ভধারিণী মা ও বড় দাদা। ঠাকুরবাড়ি করায়ত্ত করতে চাইছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সাংবাদিক বৈঠক করে মা ছবিরানী ঠাকুর ও দাদা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের অভিযোগ, নিজের স্বার্থসিদ্ধির জন্য মাকেও হেনস্থা করতে ছাড়ছেন না শান্তনু। এই অবস্থায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তাঁদের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ঠাকুরবাড়ির অভিভাবক মমতাবালা ঠাকুর। বড়মার পর তাঁকে সবাই মানে। ফলে তাঁর সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যদের যোগাযোগ থাকবে এটাই স্বাভাবিক। অভিযোগ, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এখন মা, দাদা কাউকেই মানছেন না। ঠাকুরবাড়ির প্রাক্তনীদের আন্দোলন, সংগ্রামের কথা কিছুই মানতে চাইছেন না। ঠাকুরবাড়ির ঐতিহ্যকেও অস্বীকার করতে চাইছেন। এতদিন বনগাঁর মানুষ তাঁর বিরুদ্ধে অভিযোগ করত, এখন নিজের মা ও দাদাও একই অভিযোগ হানলেন।
আরও পড়ুন-নাসায় বাঙালি বিজ্ঞানীর সাফল্যে ‘নর্থস্টার’ স্বীকৃতি, জলের রং নির্ণয়ের যন্ত্র আবিষ্কার