উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ভোররাতে এক কন্টেনারের সাথে ট্রাক্টরের ধাক্কার ফলে মৃত্যু হল আট জনের। আহত হয়েছেন ৪৫ জন। জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন এক শিশু ও দুই মহিলা। পুলিশের তরফে খবর, আহতদের মধ্যে তিন জনের অবস্থা রীতিমত আশঙ্কাজনক।
আরও পড়ুন-ঠাকুরবাড়ি করায়ত্ত করতে চান বিজেপি সাংসদ, স্বার্থের সংঘাত
এদিন ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায় প্রায় ৬০-৬১ জন ভক্ত উত্তরপ্রদেশের কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় ট্রাক্টরে করে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একটি কন্টেনার ট্রাক খুব দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। স্বাভাবিকভাবেই এর ফলে ট্রাক্টরটি উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা শাসক ও এসএসপি-সহ বিশাল পুলিশবাহিনী। আহতদের খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করানো হয়। আহতরা আপাতত স্থিতিশীল তবে তিন জনের অবস্থা রীতিমত উদ্বেগজনক। তারা ভেন্টিলেটর সাপোর্টে আছেন।
আরও পড়ুন-ধনকড়-ইস্তফা নিয়ে আরটিআই, মেলেনি জবাব
বুলন্দশহরের এসএসপি দিনেশ কুমার সিং এই প্রসঙ্গে জানিয়েছেন রাত আড়াইটে নাগাদ আলিগড় সীমান্তে এই দুর্ঘটনা হয়। প্রায় ৬০-৬১ জন কাসগঞ্জ থেকে রাজস্থানের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে পিছন থেকে একটি কন্টেনার ট্রাক এসে ধাক্কা মারায় ট্রাক্টরটি উল্টে যায়। ট্রাকটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। আপাতত মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।