বাগমারিতে ভয়াবহ দুর্ঘটনা, পরপর ৪টি গাড়ি ও একটি বাইকে ধাক্কা মিনিবাসের

মানিকতলা (Manicktala) ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও চারটি বাইককে।

Must read

মানিকতলা (Manicktala) ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও চারটি বাইককে। মানিকতলা ব্রিজ থেকে নামার সময় বাগুইআটি-বিবাদি বাগ রুটের একটি মিনিবাস ধাক্কা মারে চারটি বাইক এবং একটি গাড়িকে। এই ঘটনায় তীব্র উত্তেজনায় ছড়ায় গোটা এলাকায়।

আরও পড়ুন-ভুয়ো ডাক্তার! ওড়িশায় প্রসব করাতে গিয়ে প্রসূতি ও নবজাতকের মৃত্যু

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, ব্রিজ থেকে নামার পরই ওভারটেক করে মিনিবাসটি যাওয়ার চেষ্টা করে। সেই সময় চারটি বাইকে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে থাকা একটি গাড়িতেও ধাক্কা মারে। বাসের ধাক্কায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসের মধ্যে থাকা যাত্রীরাও আটকে পড়েন। কারণ দুর্ঘটনায় বাসের দরজা বন্ধ হয়ে যায়। কোনও যাত্রী বাস থেকে নামতে পারছিলেন না।

আরও পড়ুন-দিল্লিতে গর্ভবতী মহিলার মৃতদেহ উদ্ধার

এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বাসে থাকা যাত্রীদের মধ্যে। বাইক আরোহীরাও আহত হন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কিত পথচারীরাও। স্বাভাবিকভাবেই বাস চালককে ঘিরে ধরে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

 

 

Latest article