গুচ্ছ প্রকল্পের উন্নয়ন, শিলান্যাস, পরিষেবা, কাল বর্ধমান যাচ্ছেন মুখ্যমন্ত্রী

একগুচ্ছ উন্নয়ন প্রকল্প-শিলান্যাস এবং উপভোক্তাদের সরকারি পরিষেবা তুলে দিতে আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : একগুচ্ছ উন্নয়ন প্রকল্প-শিলান্যাস এবং উপভোক্তাদের সরকারি পরিষেবা তুলে দিতে আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠ। সেজে উঠেছে বীরহাটা সময়স্তম্ভ ও ঐতিহাসিক কার্জন গেট। সরকারি প্রকল্পের ব্যানার, ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র জি টি রোড। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর দুটো নাগাদ সভাস্থলে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-রেশন মিলবে আধার ছাড়াও

সেখানেই তিনি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি একগুচ্ছ সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের প্রদান করবেন। এছাড়াও দুই জেলা মিলিয়ে প্রায় শতাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই সভাস্থল থেকেই পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের গৃহীত নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’-রও আনুষ্ঠানিক সূচনা করতে পারেন। এছাড়াও এই সভা থেকেই বহুচর্চিত ও জেলার মানুষের বহুদিনের দাবি শিল্পসেতুর শিল্যানাস, বর্ধমান মেডিক্যাল কলেজের নতুন ক্যাথ ল্যাবের উদ্বোধন করতে পারেন। এছাড়াও জেলার প্রায় এক হাজারেরও উপরের ভূমিহীন পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে শারদোৎসবের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে জেলাবাসীর প্রত্যাশার পারদ ক্রমশ বাড়ছে। এদিকে মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে জননেত্রীকে স্বাগত জানাতে দলীয় স্তরেও শুরু হয়েছে প্রস্তুতি। প্রশাসনিক সভায় জেলা, জনপ্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জামালপুর থেকে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট পর্যন্ত নেত্রীকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও যেহেতু নেত্রী আসছেন, স্বভাবতই প্রচুর সংখ্যক কর্মী-সমর্থক রাস্তায় থাকবেন। তাঁদেরও যাতে কোনওপ্রকার অসুবিধা না হয় সেদিকেও দলীয়ভাবে নজর রাখতে এলাকাভিত্তিক নেতৃত্বদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার অন্যতম সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম।

Latest article