বিজেপি-রাজ্যে হামলায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে গণমঞ্চ

Must read

প্রতিবেদন : বিজেপি-রাজ্যে বাংলাভাষী শ্রমিকের (Migrant Worker) উপর অকথ্য অত্যাচার চলছে। সেই হামলায় অবশেষে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার হাবড়ার পরিযায়ী শ্রমিক গোলাম মণ্ডলের। সোমবার মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল দেশ বাঁচাও গণমঞ্চ। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপিশাসিত রাজ্যগুলিতে চলেছে, রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার প্রতিবাদ শুরু হয়েছে। মৃত পরিযায়ী শ্রমিক গোলামের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁদের পাশে থাকার বার্তা দেন তিনি।

আরও পড়ুন-জাতীয় ফুটবলে উপেক্ষিত বাঙালিরা, সোচ্চার প্রাক্তনরা

বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি শ্রমিকদের (Migrant Worker) উপর অকথ্য অত্যাচার চলছে। বিজেপির মহারাষ্ট্র সরকারের সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাংলায় ফিরে এসেছিলেন গোলাম। কিন্তু সেই অত্যাচার থেকে রেহাই পেলেন না তিনি। শেষপর্যন্ত প্রাণ গেল উত্তর ২৪ পরগনার গোলাম মণ্ডলের। বাংলায় ফিরে নিজের উপর হওয়া অত্যাচারের কথা গণমঞ্চে এসে সর্বসমক্ষে বলেছিলেন তিনি। এরপর দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা সোমবার মৃত গোলামের গ্রামে গিয়ে প্রশাসনের তরফ থেকে পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন। সেখানেই সাংবাদিক সুমন ভট্টাচার্যর ফোনে মৃত গোলামের ছেলের সঙ্গে কথা বলেন সাংসদ দোলা সেন। তাঁর পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি চাকরির নির্ভরতাও দেন। যাতে সেই পরিবার কোনওভাবেই বাইরে গিয়ে কাজ না করে, সেই বার্তাও দেন। গণমঞ্চের সদস্যরা গোলামের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক সুমন ভট্টাচার্য বলেন, বাঙালি পরিযায়ী শ্রমিক গোলাম মণ্ডলকে কনসেনট্রেশন ক্যাম্পে রেখে অত্যাচার করা হয়। তারপরে যদি তার মৃত্যু হয়, এটা খুনেরই নামান্তর। এর থেকে আর বড় খুন কী হতে পারে! সঙ্গীতশিল্পী সৈকত মিত্র বলেন, সেদিন আমার পাশে বসেই অত্যাচারের কথা বলেছিলেন গোলাম মণ্ডল। পাশবিক নৃশংসতার সাক্ষী যাঁরা, তাঁদের মধ্যে গোলাম একজন। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। বিজেপি-রাজ্যে অত্যাচারের নিন্দার কোনও ভাষা নেই।

Latest article