মুম্বই, ২৫ অগাস্ট : টেস্ট ক্রিকেট হল এমন এক ফর্ম্যাট, যা একজন ক্রিকেটারকে মানসিক চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। সবকিছু যেন নিংড়ে নেয়। কিন্তু সঠিক প্রস্তুতি থাকলে একে সামলে নেওয়া যায়। জানালেন রোহিত শর্মা (Rohit Sharma)।
রোহিতের (Rohit Sharma) অবসরের বেশিদিন হয়নি। ভারতের ইংল্যান্ড সফরের ঠিক আগে তিনি লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ান। ৩৮ বছরের রোহিত ৬৭ টেস্টে চার হাজারের বেশি রান করেছেন। তবে অবসরের পর এই প্রথম তিনি টেস্ট ক্রিকেট নিয়ে এত খোলামেলা কথা বললেন। মুম্বইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন টেস্ট অধিনায়ক বলেন, টেস্ট ক্রিকেট হল পাঁচ দিনের খেলা। তাই অনেক পরিশ্রম হয়। শরীরের সবকিছু নিংড়ে নেয়। তাছাড়া পাঁচ দিনের এই ফর্ম্যাট ভীষণ চ্যালেঞ্জিংও।
আরও পড়ুন-ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের
এরপর রোহিত টেস্ট ম্যাচের জন্য যথাযথ প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা বলেন। বিশেষ করে তরুণদের জন্য। তাঁর কথায়, যখন এই খেলাটা শুরু করেছিলাম,, তখন মজা করেই খেলতাম। পরে বয়স-ভিত্তিক ক্রিকেটে এসে সিনিয়রদের সঙ্গে খেলি ও বুঝতে পারি প্রস্তুতি কত গুরুত্বপূর্ণ। যখন বয়স কম থাকে তখন প্রস্তুতি কত জরুরি সেটা বোঝা যায় না। এরসঙ্গে রোহিত এও জানান, টেস্টে ভাল পারফরম্যান্স করার জন্য মানসিকভাবে তরতাজা থাকাও জরুরি। পাঁচ দিনের ক্রিকেটে মনঃসংযোগও গুরুত্বপূর্ণ বিষয়। একটা টেস্ট ম্যাচের প্রস্তুতির আড়ালে অনেক কিছু থাকে। যাতে দীর্ঘ সময় মাঠে থাকা যায়।
রোহিত নিজেও যে টেস্ট ম্যাচের প্রস্তুতির পিছনে অনেক সময় খরচ করেছেন সেটা জানিয়েছেন। তিনি বলেন, খেলার আগেই যা করার করে নিতে হয়। কারণ একবার খেলা শুরু হয়ে গেলে তখন শুধু অ্যাকশন-রিঅ্যাকশন চলে। সামনে যা আসে তার মোকাবিলা করতে হয়। তাই প্রস্তুতিতে অনেক সময় খরচ হয়ে যায়। তবে আমি মনে করি শুধু ক্রিকেট বা আর পাঁচটা খেলাতেই নয়, জীবনের সব ক্ষেত্রেই প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।