সুপ্রিম কোর্টের নির্দেশে বোধোদয়, বেঁধে দেওয়া হল নির্বীজকরণের লক্ষ্যমাত্রা

Must read

প্রতিবেদন: বিলম্বিত বোধোদয়! চাপে পড়ে পদক্ষেপ করতে বাধ্য হল মোদি সরকার। গত সপ্তাহেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, পথ কুকুরদের (Stray Dogs) নির্বিজকরণ ও টিকাদানে এগিয়ে আসতে হবে গোটা দেশকে৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা সামনে আসার পরেই রাতারাতি নড়ে চড়ে বসেছে মোদি সরকার৷ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো নির্দেশে জানানো হয়েছে এবার থেকে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন প্রান্তে বসবাসকারী পথ কুকুরদের (Stray Dogs) মধ্যে ৭০ শতাংশের নির্বিজকরণ ও টিকাদানের লক্ষমাত্রা নিয়ে এগোনো বাধ্যতামূলক৷ কোন রাজ্যে কেমন কাজ হচ্ছে, তার লিখিত বিবরণও প্রতি মাসে পাঠাতে হবে দিল্লিতে৷ এতদিন শুধু পরামর্শদাতা সংস্থার মতই উপদেশ দিয়ে ক্ষান্ত ছিল মোদি সরকার৷ এবার সুপ্রিম কোর্টের রায়ের পরে রাতারাতি তাদের টনক নড়েছে৷ সেই সঙ্গে প্রবল জনমতের চাপে পড়ে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে গেরুয়া কেন্দ্র।

আরও পড়ুন-মোদি-স্মৃতির ডিগ্রি লুকনো হচ্ছে কেন, প্রশ্ন তৃণমূলের

Latest article