শাহের মন্তব্যের নিন্দায় প্রাক্তন বিচারপতিরা

Must read

প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (HM Amit Shah) মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা। তীব্র নিন্দাও করলেন। তাঁদের মতে, শাহ তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন। বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডিকে সম্প্রতি নজিরবিহীনভাবে নিশানা করেছেন শাহ (HM Amit Shah)। বলেছেন, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সুদর্শন রেড্ডি মাওবাদীদের সমর্থন করার জন্য দেশের সুপ্রিম কোর্টকে ব্যবহার করেছিলেন। প্রাক্তন বিচারপতি এমন কাজ না করলে দেশ থেকে অনেক আগেই মাওবাদী দূর হয়ে যেত। এই নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন বিক্রমজিত সেন, পিজে কুরিয়ান, জে চিলামেশ্বর, মদন বি লুকুর, গোপালা গৌডা,অভয় ওকা এবং একে পট্টনায়কের মতো প্রাক্তন বিচারপতিরা। আগেই তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছিল তৃণমূলও।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টের নির্দেশে বোধোদয়, বেঁধে দেওয়া হল নির্বীজকরণের লক্ষ্যমাত্রা

Latest article