বাংলার বাইরে ঢাকিদের হেনস্থা হলে সংসদ অচল করব : অরূপ

‘পুজোর সময় এ রাজ্যের ঢাকিরা ঢাক বাজাতে বিভিন্ন রাজ্যে, এমনকী বিদেশেও যান। সেই ঢাকীদের বাংলাদেশি বলে গ্রেফতার করা হলে আগুন জ্বলবে

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : ‘পুজোর সময় এ রাজ্যের ঢাকিরা ঢাক বাজাতে বিভিন্ন রাজ্যে, এমনকী বিদেশেও যান। সেই ঢাকীদের বাংলাদেশি বলে গ্রেফতার করা হলে আগুন জ্বলবে। আমরা সংসদ অচল করে দেব।’ আজ বাঁকুড়ায় ঢাকি সমাজের ডেপুটেশনে যোগ দিয়ে এই ভাষাতেই হুঙ্কার দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।

আরও পড়ুন-শিক্ষকরা জাতির মেরুদণ্ড শুধু মন্ত্র উচ্চারণে কী হবে?

ভিন রাজ্যে বসবাসকারী বাঙালিদের উপর নির্যাতনের ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব তৃনমূল। এবার পুজোর মুখে সেই ইস্যুকে আরও একটু অক্সিজেন দিলেন বাঁকুড়ার সাংসদ। ডোম কালচারাল বোর্ড গঠনের দাবিতে আজ বাঁকুড়ার জেলাশাসক দফতরে ডেপুটেশনের ডাক দেয় ডোম সমাজ। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ঢাকি ঢাক বাজিয়ে হাজির হন। সেখানেই হাজির হয়ে কার্যত হুঙ্কার দেন অরূপ। সভামঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পুজোর সময় এ রাজ্য থেকে দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, বিহার ইত্যাদি রাজ্যে ঢাক বাজাতে যান। তাঁদের বাংলাদেশি বলে গ্রেফতার করা হলে আগুন জ্বলবে। আমরা সংসদ অচল করে দেব।

Latest article