আনন্দপুরে (Anandapur) একটি হোটেল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হল পানশালার এক ডান্সারকে। উদ্ধারের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল, সেটা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, অতিরিক্ত মদ্যপানের ফলেই এই মৃত্যু হয়েছে। শ্রেয়া বর্মা নামের ওই মহিলা পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা।
আরও পড়ুন-কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন
রবিবার রাতে তাঁর এক পুরুষ সঙ্গীর সঙ্গে তিনি আনন্দপুরের একটি গেস্ট হাউসে গিয়েছিলেন। সেখানে মদ্যপান করেন। সোমবার ভোরে পুরুষ বন্ধুটি বেরিয়ে যাওয়ার পর হঠাৎ অসুস্থ বোধ করেন তরুণী। পুরুষ বন্ধুটিকে ফোন করে ডাকলে ওই যুবকই তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। দেহের ময়নাতদন্ত করা হয়েছে। যদিও সেখানে অস্বাভাবিক কিছু পাওয়া যায় নি। তবে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন-পাটনায় শিশুমৃত্যুতে এখনও অধরা অভিযুক্তরা, জনবিক্ষোভে আক্রান্ত পুলিশ
প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টা নাগাদ আনন্দপুর থানা এলাকাতে বাইপাসের ধারের এক পিকনিক স্পটে গাছের ডাল থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহটি মাটি থেকে ৫০-৬০ ফুট উঁচুতে গামছার ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। দেহটিকে উদ্ধার করে নীলরতন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন।