বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

Must read

প্রতিবেদন : বন্যায় (floods) যে-সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাগাতার বৃষ্টিতে গ্রামাঞ্চলে মাটির বাড়িগুলি ভেঙে গিয়ে অসহায় হয়ে পড়েছেন মানুষ। তাই এবার তাদের মাথার উপর বাসস্থান তৈরি করে দিতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের বঞ্চনায় বাংলার বাড়ি দু’বছর ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্র। সেখানেও ভর্তুকি দিয়ে গরিব মানুষের মাথার উপর চালের সংস্থান করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমানের সভা থেকে তিনি বলেন, ইতিমধ্যেই ৪৭ লক্ষ মাটির বাড়ি পুনরায় নির্মাণ করা হয়েছে। চলতি বছরে ১২ লক্ষ বাড়িকে পাকা করার জন্য ইতিমধ্যেই টাকা দিয়ে দেওয়া হয়েছে। আরও ১৬ লাখ বাংলার বাড়ির জন্য ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে। বাকি টাকা তাঁরা হাতে পাবেন জুন মাসে।

আরও পড়ুন- জামাই আদর করে নিয়ে গিয়ে বিজেপি-রাজ্যে শ্রমিক-নির্যাতন

Latest article