প্রতিবেদন : লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি জল ছেড়ে আরও বিপদে ফেলার চেষ্টা করছে বাংলার মানুষকে। এই নিয়ে আগেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee-DVC)। এদিন ফের একবার জল ছাড়া নিয়ে ডিভিসিকে আক্রমণ করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এবার লাগামছাড়া বৃষ্টি। আর ডিভিসির ছাড়া জল জেলাগুলিতে ভাসিয়ে দিচ্ছে। ওরা মাইথন, পাঞ্চেত বাঁধ থেকে যেমন ইচ্ছে জল ছাড়ছে। বারবার বলার পরও শুনছে না। সৌজন্য বজায় রেখে ডিভিসির কাছে আবেদন জানিয়েছে রাজ্য। আবেদনে বারবার বলা হয়েছে যে, বাঁধগুলি থেকে জল ছাড়ার আগে যেন জানানো হয় রাজ্যের প্রতিনিধিদের। কিন্তু তারপরও ডিভিসি কাউকে না জানিয়ে জল ছেড়ে চলেছে।
আরও পড়ুন- বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের