প্রতিবেদন : জম্মু ও কাশ্মীরের ত্রিকুট পাহাড়ে অবস্থিত মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে ভূমিধসে মঙ্গলবার পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত। প্রবল বর্ষণে এই অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন-মেঘভাঙা বৃষ্টি ও হঠাৎ বন্যায় বিপর্যস্ত ডোডা, মৃত্যু
কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার পর জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত তীর্থস্থানে যাত্রা স্থগিত রাখা হয়েছে। বিকেল ৩টে নাগাদ আধকুমারীতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ভূমিধসের ঘটনা ঘটে, যা পাহাড়ের উপর অবস্থিত মন্দির পর্যন্ত ১২ কিলোমিটার পথের প্রায় মাঝামাঝি অবস্থিত। একই দিনে হিমকোটি ট্রেক রুটে তীর্থযাত্রা আগেই স্থগিত করা হয়েছিল। প্রবল বৃষ্টির কারণে কর্তৃপক্ষ দুপুর ১.৩০ মিনিটে পুরনো রুটটিও পুরোপুরি বন্ধ করে দেয়। গত তিনদিন প্রবল বৃষ্টিপাতে জম্মু ও কাশ্মীরের বেশ কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক স্থানে অপটিক্যাল ফাইবার কেবলের ক্ষতি হওয়ায় ওই অঞ্চলে নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে। উত্তর রেলওয়ে কাটরা, উধমপুর এবং জম্মু রেলস্টেশন থেকে ১৮টি ট্রেন বাতিল করেছে।