প্রতিবেদন : ফাঁকা কলসির আওয়াজ বেশি। কেন্দ্রের মোদি সরকারের অবস্থা ঠিক এইরকমই। এই ভাষাতেই মোদি-শাহ ডবল ইঞ্জিন সরকারকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্যসভা দলনেতা ডেরেক ও’ব্রায়েন। সম্প্রতি শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন, যেখানে লোকসভায় ও রাজ্যসভায় বিরোধী দলের সাংসদরা কেন্দ্রের কাছে একগুচ্ছ প্রশ্নের জবাব জানতে চান। কিন্তু বিরোধীদের প্রশ্নে তথ্য ধামাচাপা দিয়েছে মোদি সরকার। অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, তৃণমূল সাংসদদের পাশাপাশি আপ, ডিএমকে, কংগ্রেস-সহ অন্য বিরোধী সাংসদদের একগুচ্ছ প্রশ্নের উত্তর দিতে পারেনি মোদি সরকার।
আরও পড়ুন-ঘরে ফিরল টাইগার-ভুরো, আবেগাপ্লুত দিল্লির চাঁদনি
লক্ষণীয়, তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশুশ্রম সংক্রান্ত প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে স্পষ্ট ব্যাখ্যা চান। কিন্তু মোদি সরকার আসল তথ্য চেপে গিয়ে ২০১৮-২০ সালের ৩০০০ শিশুশ্রমের পরিসংখ্যান তুলে দায়সারা জবাব দেয়। ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন তোলেন, দেশে জনসংখ্যা যেভাবে দ্রতগতিতে বাড়ছে তাতে বেকারত্ব এবং করের বোঝায় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। বেকারত্ব নিয়ে প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর সরাসরি এড়িয়ে গেছে কেন্দ্রের মোদি সরকার। মন্তব্য ডেরেকের।
একইভাবে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব নিজের প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন যে লোকো পাইলটদের কাজের সময় নিয়ে কোনও সমীক্ষা করেছে কি কেন্দ্র? যে কর্তারা লোকো পাইলটদের অসত্য ডিউটি রেকর্ড ফাইল করতে বাধ্য করেছিলেন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। উত্তর মেলেনি।