পুজোয় তিনটি নয়া জয় রাইড

চা-বাগানের মধ্যে দিয়ে টয়ট্রেন স্বপ্নের এই সফর পূরণ হবে এবারের পুজোয়। কারণ নয়া তিনটে জয় রাইড পরিষেবা চালু হচ্ছে।

Must read

প্রতিবেদন : পাহাড়ের কোলে সবুজঘেরা চা-বাগানের মধ্যে দিয়ে ছুটছে টয় ট্রেন। জানলার ধারে বসে সোনালি রোদের ফাঁকে ঝাপসা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। চা-বাগানের মধ্যে দিয়ে টয়ট্রেন স্বপ্নের এই সফর পূরণ হবে এবারের পুজোয়। কারণ নয়া তিনটে জয় রাইড পরিষেবা চালু হচ্ছে।

আরও পড়ুন-বিজেপির মধ্যপ্রদেশে জাতপাতের রাজনীতির পরিণতি, উচ্চবর্ণে বিয়ে করায় দলিত যুবককে পিটিয়ে মারল শ্বশুরবাড়ির লোকেরা

পুজোয় ভিড় উপচে পড়বে শৈলশহরে। আর পর্যটকদের জন্যে থাকছে জয় রাইডের মাঝে দার্জিলিং চায়ের সুগন্ধী। পুজোর আগেই চালু হচ্ছে একসঙ্গে তিনটি নতুন জয় রাইড পরিষেবা। পাহাড়ি রোমাঞ্চের পাশাপাশি থাকছে দার্জিলিং চায়ের সুগন্ধী স্বাদ, চা বাগান ঘুরে দেখার সুযোগ, চা তৈরির প্রক্রিয়া বোঝা আর টি-টেস্টিংয়ের অভিজ্ঞতা। ইতিমধ্যেই পর্যটন মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

Latest article