প্রতিবেদন : কাল, বৃহস্পতিবার ২৮ অগাস্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবস। কলকাতার রাজপথের দখল নেবে ছাত্র সমাজ। কোচবিহার থেকে কাকদ্বীপ, রাজ্যের সমস্ত জেলা থেকে, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে শামিল হবে ছাত্র-ছাত্রীরা। এই বিশাল ছাত্র সমাবেশের প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি নিজেও ছাত্র রাজনীতির জ্বলন্ত উদাহরণ। বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন অন্যান্য রাজ্য নেতৃত্ব এবং অতীতের সভাপতিরা। আজকের ছাত্র সমাজকে দিকনির্দেশ করবেন সকলে। আগামিদিনে কোন পথে চলবে টিএমসিপি তার রোড ম্যাপ বাতলে দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথ দেখাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-দিনের কবিতা
এই বিশাল ছাত্র সমাবেশের সব প্রস্তুতি সারা। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য গত দু’মাস ধরে জেলা ঘুরে কয়েকশো মিটিং-মিছিল করেছেন। মঙ্গলবারও মেয়ো রোডে কোর টিমকে নিয়ে বৈঠক করেছেন। বিনিদ্র রজনী তাঁর ও গোটা টিমের। সঙ্গে নিরাপত্তার ব্যবস্থাও দফায় দফায় খতিয়ে দেখেছেন পুলিশ-প্রশাসনের কর্তারা। এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল। এই আবহে ছাত্র সমাবেশের মঞ্চ থেকে কী বার্তা দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে ছাত্র সমাজ।