মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে ক্রিসমাসের আগেরদিন শহরের দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের পক্ষ থেকে ‘দুয়ারে সান্তা’ ও ‘শহরে সান্তা’ নামে দুটি উদ্যোগ নেওয়া হয়েছিল।
আরও পড়ুন-Jagdeep Shankar: হাওড়া-বালি পুরসভা পৃথকীকরণ সংশোধনী বিলে রাজ্যপাল সই অস্বীকার করলেন
পরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাতে সংগঠনের কর্মী, সমর্থকরা সান্তাক্লজ সেজে ফুটপাতবাসীদের মধ্যে খাবারদাবার ও কম্বল বিলি করেন। বাচ্চাদের চকোলেট দেওয়া হয়। উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় এই জনকল্যাণমুলক কর্মসুচি পালন করে টিএমসিপি।