মুখ পুড়ল বিরোধীদের, আটকাচ্ছে না পুজো অনুদান

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

Must read

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুজোকমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করতেই, রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে তড়িঘড়ি কোর্টে ছুটেছিল বিরোধীরা। কিন্তু অশুভ শক্তির অপচেষ্টা রুখে দিয়ে বাংলার সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানি শুরু হতেই বিচারপতি সুজয় পাল (Sujay Paul) এবং বিচারপতি স্মিতা দাস দে-র (Smita Dey) ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের আগের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যে সব পুজো কমিটি সার্টিফিকেট দিয়েছে, তারাই অনুদান পাবে। এতে কোনও বাধা নেই।

আরও পড়ুন-পণের দাবিতে গৃহবধূকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা যোগীরাজ্যে

হাইকোর্টের তরফে এদিন জানানো হয়েছে, এবছরও পুজো কমিটিগুলিকে Utilization Certificate জমা দিতে হবে। যারা গত বছর এই সার্টিফিকেট জমা দেয়নি তারা অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। এদিন রাজ্যের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়, গত বছর কলকাতা পুলিশ (KP) এলাকায় ২ হাজার ৮৭৬ টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল। প্রত্যেকে খরচের হিসেব দিয়েছে। জেলা পুলিশের তরফ থেকে ৪১ হাজার ৭৯৯ টি চেক তৈরি ছিল। এদের মধ্যে ৪১ হাজার ৭৯৫ টি পুজো কমিটি এই অনুদান গ্রহণ করেছে এবং ৪১৭৯২ টি পুজো কমিটি Utilization Certificate দিয়েছে। শিলিগুড়ির ৩ টি পুজো কমিটি কোনও হিসেব জমা করেনি। এরপরই আদালত জানায় যারা নিয়ম মানবে না তাদের অনুদান দেওয়া হবে না। বাকিদের ক্ষেত্রে রাজ্য সরকারের পুজো অনুদানে কোনও সমস্যা নেই। অর্থাৎ ফের একবার মুখ পুড়ল বিরোধীদের। আদালতের নির্দেশ প্রকাশ্যে আসতেই খুশি বাংলার পুজো কমিটির উদ্যোক্তারা। সকলেই বলছেন, বিরোধীরা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৎ উদ্দেশ্য আর মানুষের পাশে থাকার প্রয়াসকে কখনই কালিমালিপ্ত করা যাবে না।

Latest article