পুজোর আগেই শহরে খুলছে রুফটপ রেস্তরাঁ, থাকছে একাধিক নিষেধাজ্ঞা

পুজোর আগেই শহরে আবার চালু হচ্ছে রুফটপ রেস্তরাঁ

Must read

পুজোর আগেই শহরে আবার চালু হচ্ছে রুফটপ রেস্তরাঁ (Rooftop Restaurant)। তবে আগের মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে বুধবার সাংবাদিক বৈঠকে জানালেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ হাকিম বলেন, নতুন করে কোনও রেস্তরাঁর অনুমোদন দেওয়া হচ্ছে না। তবে যেগুলি ছিল, সেগুলি পুজোর আগে চালু হবে। তবে রুফটপ চালু করা হলে মানতে হবে একাধিক শর্ত। মোট রুফটপের অংশের ৫০ শতাংশ খালি রাখতে হবে। রাস্তার দিকে রেসকিউয়ের জায়গা রাখতে হবে যাতে সিঁড়ি ব্যবহার করা সহজ হয়।

আরও পড়ুন-চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-সংযোগ নিন: পুজো উদ্যোক্তাদের পরামর্শ অরূপ বিশ্বাসের

তিনি বলেন, ”বিল্ডিঙের মেন সিঁড়ি দিনরাত খোলা রাখতে হবে। কোলাপ্সিবল গেট লাগানো যাবে না। যাতে মানুষকে বাঁচাতে সহজ নয় বা বিপদে পড়লে ছাদে আশ্রয় নেওয়া যায়। সব রেসিডেন্সিয়াল এলাকায়, হোটেল রেস্তোরা, স্কুল, ফ্যাক্টরিতে ‘ফায়ার অরডিল’ করতে হবে। যেখানে রেস্তোরা হবে সেখানে কোন সিলিন্ডার রাখা বা আগুন জ্বালানো চলবে না। ওভেন ব্যবহার করতে পারে। ইলেক্ট্রিকের যন্ত্র ব্যবহার করতে হবে। রেসিডেন্সিয়াল বিল্ডিঙে অন্য কোন কাজ করা চলবে না। একটা বিল আসবে যেটায় থাকবে ছাদ বিক্রি বন্ধ করতে হবে। ওটা কমন এরিয়া থাকবে। নতুন বিল্ডিঙের ক্ষেত্রে কর্পোরেশনের তরফে যেকোন এরিয়া কমন হিসেবে গ্রাহ্য করা হবে। নতুন প্ল্যানে ছাদ কমন এরিয়া হবে। ক্যামেরা ঠিক রাখতে হবে। প্রয়োজনে সিকিউরিটি রাখতে হবে। শপিং মলের ক্ষেত্রেও একই নিয়ম লাগু হবে।”

আরও পড়ুন-১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: স্নেহাশিস চক্রবর্তী

গত এপ্রিলে বড়বাজারের মেছুয়ার ফলপট্টির হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময়ে। এরপরই শহরের রুফটপ রেস্তরাঁগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এ নিয়ে মামলা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। গত মে মাসে মেয়র জানিয়েছিলেন, শহরে আর কোনও রকম রুফটপ রেস্তরাঁ করা যাবে না। রাজ্যের তরফে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট আসার পরই ফের রুফটপ রেস্তরাঁ চালু করার সিদ্ধান্ত নেওয়া হল বলে আজকের বৈঠকে জানান মেয়র।

Latest article