এই বছর ১০১ বছরে পা দিল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। দীর্ঘদিন ধরেই মহারাষ্ট্র নিবাসের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণেশপুজোতেও আসেন। ২বছর আগে পুজো উদ্বোধনের এসেছিলেন। এবছর আবার এলেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমার একটা ইতিহাস জড়িয়ে রয়েছে।“
আরও পড়ুন-পুজোর আগেই শহরে খুলছে রুফটপ রেস্তরাঁ, থাকছে একাধিক নিষেধাজ্ঞা
ভাদ্রমাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে হয় গণেশ চতুর্থীর পুজো। মুম্বইয়ের মতোই কলকাতার মহারাষ্ট্র নিবাসে ১১দিন ধরে হয় গণেশপুজো। মহারাষ্ট্রের প্রবাসী মারাঠীরা কলকাতায় আছেন, সবাই আসেন এই মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজোয়। মুম্বইয়ে যেভাবে গণেশ পুজোর রীতিনীতি পালন করা হয় এখানেও।
আরও পড়ুন-চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-সংযোগ নিন: পুজো উদ্যোক্তাদের পরামর্শ অরূপ বিশ্বাসের
এদিন উপস্থিত হয়ে পুজো নিবেদন করে মুখ্যমন্ত্রী। বলেন, “আমি প্রতিবছরই আসি এখানে। মহারাষ্ট্র নিবাসের সঙ্গে আমার একটা ইতিহাস জড়িয়ে রয়েছে।“