রাজনীতির শিকড় ছাত্রসমাজ

মাতৃসম এই ভাষা ও ভূমির উপর বিরোধীদের ক্রমাগত আক্রমণ, বঞ্চনা, তাচ্ছিল্যের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীর কণ্ঠে উঠে আসা ‘জয় বাংলা’

Must read

উপাসনা চৌধুরী: ‘রাজনীতি’ নামক বটবৃক্ষের শিকড় আমাদের এই ছাত্রসমাজ। ‘তৃণমূল’, এই সুবিশাল বটবৃক্ষের শিকড়ের জন্মদিন এই ২৮। ‘২৮’ শুধুই একটি দিন হিসাবে সীমাবদ্ধ থাকেনি, সময়ের সাথে রূপান্তরিত হয়েছে আবেগে। সেই ছোট্ট মেয়েটি, যার চোখ ভরা স্বপ্ন সমাজের শিকল ও পারিবারিক আর্থিক অনটনের খাঁচায় বন্দি হয়েছিল তাকে ‘শিক্ষার প্রগতির’ খোলা আকাশে উড়তে শিখিয়েছে এই ২৮। পাশে থেকেছে কন্যাশ্রী। মাতৃসম এই ভাষা ও ভূমির উপর বিরোধীদের ক্রমাগত আক্রমণ, বঞ্চনা, তাচ্ছিল্যের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীর কণ্ঠে উঠে আসা ‘জয় বাংলা’ বারবার চিৎকার করে বলেছে ‘সংঘবদ্ধ জীবন’ ও ‘দেশপ্রেমের’ কথা। এই দিনটায় ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে, হৃদয় ভরা ভালবাসা, দু’চোখ ভরা স্বপ্ন ও অক্লান্ত মনোবল নিয়ে নেত্রীর দিকনির্দেশিকা ও দাদার হুঙ্কারে নিজেদেরকে নতুন ভাবে খুঁজে পাওয়াটাই যেন আমাদের ২৮ বরণ।

আরও পড়ুন-আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় উপস্থিত মুখ্যমন্ত্রী

স্কুল থেকেই শিক্ষার প্রগতির, সংঘবদ্ধ জীবন ও দেশপ্রেমের পতাকাটা চোখ কেড়েছিল বহুবার। কলেজ জীবনে সেটাকেই হৃদয়ে আগলে রাজনৈতিক আঙিনায় প্রথম পা রাখা। বিভিন্ন স্লোগানের মাঝেও ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুগ্ধ এই হৃদয় এগিয়ে গিয়েছিল সমাজ বদলানোর অঙ্গীকার নিয়ে। এই গল্প যে শুধুই আমার নয়। সকল দলপাগল ছাত্র-ছাত্রী, সমাজ গড়ার কারিগরদের। সেই লড়াই জারি আছে। বিরোধীদের ক্রমাগত বঞ্চনা, মিথ্যাচার, কালিমালিপ্ত করার অক্লান্ত প্রচেষ্টা রুখতে কর্ণকবচের রূপে উপস্থিত আমাদের এই ছাত্র সমাজ। ‘বাংলা’ শুধুই যে ভাষা নয়। স্বাধীনতার লড়াইয়ের তীব্রতম কণ্ঠস্বর, লড়াইয়ের হুঙ্কার, স্নেহের আদর আবার মায়ের ডাকের এক মধুর সংমিশ্রণ। ছাত্র-ছাত্রীদের ভালবাসায় সজ্জিত এই ২৮-এর মঞ্চ সাক্ষী থাকতে চলেছে ‘বাংলা’ প্রেমের, অধিকারের লড়াইয়ের। বর্ণপরিচয় থেকে সংবিধান। বিরোধীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার ২৮ এবার। ভোটের লাইনে দাঁড়ানো ভূতেদের জন্য ভূত তাড়ানোর ওষুধ ২৮ এবার।
মঞ্চে দশভুজার উপস্থিতি, তাঁর বক্তব্যে মুখরিত সেই প্রাঙ্গণ আবারও স্পষ্ট করবে অসুর বধ শুধুই সময়ের অপেক্ষা।
সেনাপতির হুঙ্কারে আবারও কেঁপে উঠবে বিরোধীরা। কাঠবিড়ালির ভূমিকায় উপস্থিত থাকব আমরাও। আবার ইতিহাস রচিত হবে। নেত্রী ও দাদার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে ছাত্র-ছাত্রীদের গর্জনে কেঁপে উঠবে সমাজবিরোধীদের হৃদয়। ২৮শের রেকর্ড ভাঙবে ২৮ নিজেই। জয় বাংলা।

Latest article