২৮ অগাস্ট আমাদের সেন্টিমেন্ট

২৮ অগাস্ট আমার কাছে আমাদের কাছে সেন্টিমেন্ট। যেখানেই থাকি না কেন, এই দিনটায় আমি হাজির থাকবই সমাবেশে। সেই কবেকার কথা।

Must read

অশোক দেব: ২৮ অগাস্ট আমার কাছে আমাদের কাছে সেন্টিমেন্ট। যেখানেই থাকি না কেন, এই দিনটায় আমি হাজির থাকবই সমাবেশে। সেই কবেকার কথা। ছাত্র রাজনীতি করেই তো উঠে এসেছি। অবিভক্ত কংগ্রেসের (ছাত্র পরিষদের) সভাপতি (১৯৮৬) ছিলাম। তারপর তো আর পিছন ফিরে তাকাতে হয়নি। আজও পথ চলছি। চোখের সামনে কতগুলি প্রজন্মকে ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বড় হতে দেখলাম।

আরও পড়ুন-সেদিনের ছাত্রনেত্রী আজকের মুখ্যমন্ত্রী

সব থেকে বড় কথা, আমাদের নেত্রী—বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন। কতগুলি প্রজন্মকে তিনি হাতে করে তৈরি করে দিয়েছেন। আজ যারা ছাত্র রাজনীতি করতে আসছে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম, তাঁর ছাত্র আন্দোলনের দিনগুলি, তৃণমূল কংগ্রেস তৈরির ইতিহাস জানা জরুরি। এমনি এমনি একটা দল এই জায়গায় পৌঁছয়নি। কত লড়াই-সংগ্রাম করতে হয়েছে। সিপিএমের হাতে আমরা বেদম মার খেয়েছি। আমাদের কয়েক হাজার সহকর্মী শহিদ হয়েছে।
তবে আজকের এই প্রজন্মের ঝকঝকে ছেলেমেয়েদের যখন দেখি তারা রাজনীতিতে আগ্রহী, মিছিলে মিটিংয়ে আসছে, দারুণ বক্তব্য রাখছে, টিভিতেও দুরন্ত যুক্তি দিয়ে বলছে—দারুণ লাগে। ওরাই তো আগামীর ভবিষ্যৎ। ওদের হাতেই তো একটা সময় কালের নিয়মে ব্যাটন উঠবে। আজকের পরিস্থিতিতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের গর্ব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন তা শোনার জন্য মুখিয়ে আছি। ছাত্র-ছাত্রীরাও শুনুক।

Latest article