ক্ষুদিরামের বাংলা নাথুরামের হবে না: সমরজিৎ

Must read

তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি। সেখানে বক্তব্য রেখেছেন TMCP নেতা সমরজিত কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ”কোন অশুভ শক্তি আমাদের আটকাতে পারেনি কোনদিন” কেন্দ্রকে নিশানা জয়া দত্তর

সমরজিৎ জানিয়েছেন, “১৯৯৩ সালে ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ছাত্র যুবরা ততকালীন সরকাররে বিরুদ্ধে লড়াই করেছিলেন। ক্ষুদিরামের বাংলা নাথুরামের হবে না। এ লড়াই আমরা জিতব। ছাত্র যুব সমাজকে লড়াইয়ের আহ্বান জানাই।

 

Latest article