বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

Must read

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni ghosh)। একের পর এক ছড়া কেটে বিজেপিকে কটাক্ষ করলেন।

এদিন সায়নী ঘোষও (Saayoni ghosh) জয় বাংলা স্লোগান দিয়ে শুরু বক্তৃতা শুরু করেন। জানান,” বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে ছাব্বিশের ভোটে নবান্নের চোদ্দ তলায় কোনও দিল্লি বাবুর বুট উঠবে না বরং বাংলার মেয়ের হাওয়াই চটি উঠবে। শুধু ভোটবাক্স দখল করার কথা ভাবলে হবে না, আগে বাংলার মানুষকে ভালোবাসুন তবে বাংলার মানুষ আপনাদের ভালোবাসবে। বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবেন, বিজেপির রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের জল, বিদ্যুৎ বন্ধ করা হচ্ছে। বিজেপির আছে এজেন্সি, ক্ষমতা আমাদের আছে একটাই হাওয়াই চটি মমতা।”

আরও পড়ুন- লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

সায়নী আরও বলেন,” SIR করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেওয়ার কথা ভাবছে বিজেপি, গোটা দেশে কবে নিজেদের অবস্থা লুজ হয়ে যাবে ধরতে পারবেন না। বিজেপি বাংলাকে নোটে বঞ্চিত করবে, বাংলা আপনাকে ভোটে বঞ্চিত করবে। বিজেপির আছে এজেন্সি, কাড়ি কাড়ি টাকা-ক্ষমতা আমাদের আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা। আমাদের লড়াই আগামী দিনে আরও জোরদার হয়ে উঠবে। ভুলে যেও না বিজেপি বাংলা সহজ নয় জেতা আমাদের আছে অভিষেকের নেতার মতো নেতা। ১১ বছরে এই বিজেপি সরকার কী করেছে, বেকারত্ব, দারিদ্রতা, মুদ্রাস্ফীতি, মহিলাদের ধর্ষণ আটকাতে পারেনি।”

Latest article