ললিপপ সরকার চালাচ্ছে বিজেপি, ভোট এলেই এজেন্সির দাপাদাপি: হুঙ্কার ছাড়লেন তৃণমূল সুপ্রিমো

Must read

প্রতিবেদন : বিজেপি কেন্দ্রে ললিপপ সরকার চালাচ্ছে। কমিশন ও এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু বাংলা ভয় পায় না। বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে হুঙ্কার ছাড়লেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকেও দিলেন ললিপপ খোঁচা। কেন্ত্রীয় সংস্থা ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইলেকশন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনও কেন্দ্রীয় এজেন্সি বিজেপি করত না । কোনও রাজনৈতিক দল করত না। কিন্তু এখন করছে।জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, নির্বাচন কমিশনের চেয়ারকে আমি সম্মান করি । কিন্তু জানেন তো, বাচ্চারা ললিপপ খেলে মানায় । কিন্তু বড়রা যদি কোনও পার্টির হয়ে ললিপপ খায়, সেটা মানায় না।

আরও পড়ুন- বাংলায় SIR নয়, প্রয়োজনে দিল্লিতে আন্দোলন ছাত্র যুবদের: আতাউল হক

এই কথায় বিজেপিকেও খোঁচা দেওয়ার পর বিজেপির সরকারকে ‘ললিপপ সরকার’ বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো (CM Mamata banerjee)। তিনি বলেন, বিডিও, এসডিও, ডিএম, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেব, জেলে ঢুকিয়ে দেব। কিন্তু মনে রাখবেন, ইলেকশন কমিশন আসে যায়, ওদের আয়ু তিন মাস। গায়ের জোরে এসব হবে না।

Latest article