২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের

Must read

প্রতিবেদন: ২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা থেকে খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একইসঙ্গে বাংলা কর্মসংস্থানেও এগিয়ে রয়েছে বলেও জানালেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দারিদ্র্যসীমা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বড় মাপকাঠি। আমাদের সরকার দারিদ্র দূরীকরণে ২০১৩ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার উপরে নিয়ে এসেছে। তবে এবার সেই সংখ্যাটা ২ কোটি হয়ে যাবে। যা ভারতবর্ষের সর্বোচ্চ শ্রেষ্ঠ। অন্যতম মাপকাঠি সামাজিক উন্নয়নের।
কর্মসংস্থানেও নতুন দিশা দেখিয়েছে বাংলা। নীতি আয়োগ পর্যন্ত স্বীকার করেছে বাংলায় বেকারত্বের হার কেন্দ্রের থেকে অনেক কম। বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে। কর্মদিগন্ত লেদার কমপ্লেক্সে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। সাড়ে সাত লক্ষ মানুষের কাজ হয়েছে। গোটা ভারতবর্ষে মেয়েদের স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে রাজ্য প্রথমে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

আরও পড়ুন- রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় পড়ুয়াদের অন্ধকার ঠেলেছে: জয়েন্টের ফল নিয়ে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Latest article