প্রতিবেদন: রাজনীতির ময়দানে তাঁর দূরদর্শিতার দ্বিতীয় কোনও বিকল্প নেই। বহু সংগ্রাম লড়াই করে আজ তিনি এই জায়গা অর্জন করেছেন। বহু ভারী পদের দায়িত্ব সামলেছেন অবলীলায়। অনেক প্রধানমন্ত্রীকে দেখেছেন বহু কাছ থেকে। এবার সেই প্রধানমন্ত্রীদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথাই লিপিবদ্ধ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (cm mamata banerjee)। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এমনটাই জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মেয়ো রোডের সভা থেকে তিনি বললেন, অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব, কে কেমন ছিলেন। বইমেলায় বেরবে।
আরও পড়ুন- জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা
দক্ষ প্রশাসকের পাশাপাশি সৃজনশীলতায় ভরপুর তাঁর ব্যক্তিত্ব। ছবি আঁকা, কবিতা লেখা, গল্প লেখা থেকে শুরু করে বেশ কিছু মিউজিক্যাল যন্ত্র তিনি বাজাতে পারেন। তাঁর বইয়ের সংখ্যা শতাধিক। প্রতিবছর বইমেলায় মুখ্যমন্ত্রীর নতুন বই প্রকাশিত হয়। এর মধ্যে তাঁর ‘কথাঞ্জলি’ বইটি ‘বেস্টসেলার’হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর চোখে প্রধানমন্ত্রীরা কেমন ছিলেন সেই অভিজ্ঞতাই হবে মলাটবন্দি। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (cm mamata banerjee) বলেন, আমি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। কখনও রেলমন্ত্রী, কখনও কয়লা, কখনও নারী ও শিশুকল্যাণ মন্ত্রক সামলেছি। অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব। কে কেমন ছিলেন। যাকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব। সব তো লেখা যাবে না। বইমেলায় বেরবে বইটা।