ট্রাম্পের উপদেষ্টার গুরুতর অভিযোগ

বিচিত্র যুক্তি সামনে আনল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো ইউক্রেন সংঘাতকে এবার ‘মোদিস ওয়ার’ আখ্যা দিলেন।

Must read

প্রতিবেদন: বিচিত্র যুক্তি সামনে আনল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো ইউক্রেন সংঘাতকে এবার ‘মোদিস ওয়ার’ আখ্যা দিলেন। তিনি দাবি করেছেন যে, ভারত ছাড়যুক্ত মূল্যে রাশিয়ার তেল কেনার কারণে ইউক্রেনে মস্কোর আগ্রাসনকে মদত দিচ্ছে এবং এর ফলে আমেরিকার করদাতাদের উপর বোঝা বাড়ছে। একই সাথে তিনি বলেছেন, ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ করে, তাহলে মার্কিন শুল্কে ২৫% ছাড় পেতে পারে।

আরও পড়ুন-প্রবল বর্ষণ ও নদীতে জলস্ফীতি : বিপর্যস্ত হিমাচল

ব্লুমবার্গ টেলিভিশনের ‘ব্যালেন্স অফ পাওয়ার’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে পিটার নাভারো বলেন, এই সংঘাত ভারত দ্বারা প্রভাবিত এবং শান্তির পথ আংশিকভাবে নয়াদিল্লির মধ্য দিয়ে গেছে। নাভারোর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারতীয় পণ্যের উপর ৫০% মার্কিন শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে। রাশিয়ার অপরিশোধিত তেল কেনা ভারত অব্যাহত রাখায় এই শাস্তিমূলক ব্যবস্থা। নাভারো আরও বলেন, ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ করে এবং খাদ্য সরবরাহ বন্ধ করে, তাহলে কালই ২৫% ছাড় পেতে পারে।

Latest article