প্রতিবেদন : বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে মুখ পুড়ল রাজ্যের বিরোধী দলনেতা গদ্দার অধিকারীর। সম্প্রতি রাজ্য বিধানসভার অন্দরে বিরোধী দল বিজেপি বিধায়কদের নিরাপত্তায় থাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলা দায়ের করেছিলেন তিনি। কারণ বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী প্রবেশে বিধিনিষেধ রয়েছে। স্পিকারের জারি করা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গদ্দারের মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট।
আরও পড়ুন-১৯ হাজার কর্মীকে ৬,৮০০ টাকা করে বোনাস রাজ্যের
বৃহস্পতিবার মামলাটির শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। হাই কোর্টে বিধানসভার সচিব একটি রিপোর্ট দিয়ে জানান, বিধানসভার সমস্ত সদস্য, এমনকী মন্ত্রীদের জন্যও নোটিস জারি করা রয়েছে, তাঁদের নিরাপত্তারক্ষীরা আগ্নেয়াস্ত্র নিয়ে বিধানসভার ভিতরে ঢুকতে পারবেন না। তার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, বিধানসভার আইন অনুযায়ী এই নোটিস বলবৎ থাকবে। যদিও বিচারপতির পর্যবেক্ষণ, সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের জন্যই যাতে এই একই নিয়ম সমান ভাবে প্রযোজ্য হয়, তা নিশ্চিত করতে হবে বিধানসভার সচিবকে। গদ্দার অধিকারী-সহ বিজেপির একাধিক বিধায়কের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন। ২০২১ সালের বিধানসভা ভোটের পরে বিরোধী দলনেতার শপথ গ্রহণের দিন এক গোলমালকে কেন্দ্র করে কর্তৃপক্ষ কেন্দ্রীয় বাহিনীর বিধানসভায় ঢোকা নিষিদ্ধ করেছিল।