নিরপেক্ষ হোক কমিশন, কারও ভোটাধিকার কাড়া চলবে না

Must read

প্রতিবেদন : রেফারি যদি নিরপেক্ষ না হয়, খেলা হয় না। নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট জানিয়ে এল তৃণমূল। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে (All Party Meeting) তৃণমূলের সাফ কথা, এসআইআরের নামে কারও ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। আসন্ন বিধানসভা ভোটে বুথ পুনর্বিন্যাস নিয়ে শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে (All Party Meeting) সরব হল তৃণমূল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, পুলক রায় ও পার্থ ভৌমিক। তাঁদের অভিযোগ, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। কমিশনের কাছে নিরপেক্ষতাই কাম্য। এ প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, রেফারি যদি নিরপেক্ষ না হয়, খেলা হয় না।
আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়েছি, কোনও রাজনৈতিক দলের হয়ে সার্ভ করা যাবে না। পশ্চিমবঙ্গে এসআইআর হবে না। কারও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না।
রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে প্রায় ১৪ হাজার ভোটগ্রহণ কেন্দ্র বাড়ানো হচ্ছে। ফলে মোট বুথের সংখ্যা দাঁড়াবে প্রায় ৯৫ হাজার। এই মর্মে সর্বদল বৈঠকে বুথ পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হয়। কোন এলাকায় নতুন বুথ গড়া হবে, কীভাবে বুথগুলির পুনর্বিন্যাস হবে, তা নিয়ে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট পেশ করা হয়। কিন্তু সেই রিপোর্ট নিয়েই ক্ষোভ উগরে দেয় বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূলের পক্ষে বৈঠকে সাফ জানানো হয়, বুথ যেন একই প্রিমিসেসে হয়, দূরে যেন না যায়।

আরও পড়ুন- বড় দুর্ঘটনার থেকে রক্ষা! ট্রেন থামিয়ে বাঁচানো হল হাতি-শাবককে

Latest article