সংবাদদাতা, কোচবিহার : দুই গ্রামবাসীর মধ্যে বিবাদ থামাতে গিয়ে খুন তৃণমূলকর্মী (TMC) সঞ্জয় বর্মন। কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মাথাভাঙার জোরপাটকি গ্রামে প্রতিবেশীর বাড়িতে পুজোর প্রসাদ খেয়ে ফেরার পথে রাস্তায় দুই কাঠমিস্ত্রি অজয় বর্মন ও মান্টু বর্মনকে বিবাদে জড়াতে দেখে থামাতে গেলে দুজনেই সঞ্জয়ের ওপর চড়াও হন। শুক্রবার সকালে বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রাক্তন সাংসদ ও দলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, পরিবারের পাশে আছি।