এক নাগাড়ে ভারী বৃষ্টির ফলে বারংবার ধস নামছে উত্তরাখণ্ডের (Uttarakhand) বিভিন্ন জেলায়। এবার হঠাৎ কেদারনাথ জাতীয় সড়কে ধস নেমে চলন্ত গাড়ির উপরে পাথরের চাঙড় পড়ল। ঘটনাস্থলেই প্রাণ হারালেন গাড়িতে থাকা দুই তীর্থযাত্রী। আহত আরও ছয় জন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। সোমবার সকাল ৭টা নাগাদ সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের মাঝে মানকাটিয়ায় ধসের ফলে হঠাৎ পাহাড়ের গা দিয়ে বোল্ডার নামতে শুরু করে। জাতীয় সড়ক দিয়ে গাড়িটি যাওয়ার সময় হঠাৎ সেটার ওপর পড়ে বোল্ডার।
আরও পড়ুন-নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করলেন বিধানসভার অধ্যক্ষ
রুদ্রপ্রয়াগের জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের অফিসার নন্দন সিংহ রাজওয়ার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দুর্ঘটনায় ইতিমধ্যেই উত্তরকাশীর বারকোটের দু’জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। তাঁদের নাম রিতা (৩০), চন্দ্র সিংহ (৬৮)। তাঁরা কেদারনাথে যাচ্ছিলেন। আহতরাও সকলে অর্থাৎ নবীন সিংহ রাওয়াত, মোহিত চৌহান, প্রতিভা, রাজেশ্বরী, মমতা,পঙ্কজ উত্তরকাশীর বাসিন্দা।
আরও পড়ুন-পুলিশ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
গত কয়েক দিন ধরে বিপুল পরিমান বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। এর ফলে জেলার বিভিন্ন অংশে অঘটন লেগেই রয়েছে। রবিবার তেহরি এবং পিথোরাগড়ে দুজন প্রাণ হারিয়েছেন। ২৯ অগস্ট উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছ’জন। ১১ জনের খোঁজ পাওয়া যায় নি। এছাড়া ধস নামার ফলে ভেঙে গিয়েছে বহু বাড়ি। ২৩ অগস্ট চমোলীর থরোলি জেলায় ধস নেমে প্রাণ হারিয়েছেন এক মহিলা। ৫ আগস্ট ক্ষীরগঙ্গা নদীতে হড়পা বানে ধারালির প্রায় অর্ধেক অংশ কাদামাটির স্তূপে চাপা পড়ে যায়।