রাজ্যজুড়ে সোমবার পালিত হচ্ছে পুলিশ দিবস (Police Day)। এই দিনেই হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী তৎপরতায় প্রাণ বাঁচাল অসুস্থ পথচারীর।
সোমবার বেলা ১১টা ৪০ নাগাদ এম জি রোড ধরে টহল দিচ্ছিলেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি। সেই সময় ১৬৮ নম্বর রুটের (নাগের বাজার – হাওড়া) (Nager bazaar-Howrah) মিনি বাসের কর্মী তাঁকে জানান, তাঁর বাসে দীপিকা আচার্য নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি প্রায় অচৈতন্য। একপাশ পক্ষাঘাতের লক্ষণ ছিল স্পষ্ট। কথা বলতেও পারছিলেন না।
আরও পড়ুন-হরিদেবপুরের মাছবাজারে যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য
পরিস্থিতির গুরুত্ব বুঝে আর সময় নষ্ট করেননি সৌভিক। তৎক্ষণাৎ অসুস্থ বৃদ্ধাকে বাস থেকে নামিয়ে একটি ট্যাক্সি করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (CMC) পাঠান। সঙ্গে ছিলেন সার্জেন্ট সন্তু পাল ও একজন মহিলা হোমগার্ড। দ্রুত পরিবহন নিশ্চিত করার জন্য, স্ট্র্যান্ড রোড থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত এম জি রোড বরাবর গ্রিন করিডর করার ব্যবস্থাও করেন। যাতে দ্রুত অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছনো যায়। হাসপাতাল কর্তৃপক্ষকেও আগে থেকে জানানো হয়।
রোগীর আত্মীয়দেরও অবিলম্বে হাসপাতালে পৌঁছানোর জন্য খবর দেন ওসি। হাসপাতালে পৌঁছানোর পরে দ্রুত চিকিৎসা শুরু বিষয়েও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। দীপিকা আচার্য মেডিকেল কলেজের সিপিআর-৩-তে ভর্তি আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত স্থিতিশীল।
আরও পড়ুন-বেঙ্গালুরুতে মাঝরাস্তায় লিভ-ইন-পার্টনারকে পুড়িয়ে মারল ক্যাবচালক
সৌভিক চক্রবর্তী তৎপরতার জন্য আপ্লুত রোগীর পরিবার। ডাক্তারদের প্রতিও রোগীর আত্মীয়স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের তৎপরতাই অসুস্থ বৃদ্ধাকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।