বাংলার শ্রমিককে আটক হরিয়ানায়

ফের বাংলা বলায় বিজেপি রাজ্যে হেনস্থা বাংলার শ্রমিককে! বসিরহাটের দুই শ্রমিক-ভাইকে আটকে রেখে পুলিশি অত্যাচার! এবার ঘটনাস্থল বিজেপির হরিয়ানা।

Must read

সংবাদদাতা, বসিরহাট : ফের বাংলা বলায় বিজেপি রাজ্যে হেনস্থা বাংলার শ্রমিককে! বসিরহাটের দুই শ্রমিক-ভাইকে আটকে রেখে পুলিশি অত্যাচার! এবার ঘটনাস্থল বিজেপির হরিয়ানা। দুই সন্তানের চিন্তায় দিন গুনছেন অসহায় বৃদ্ধ মা। বসিরহাটের মাটিয়া থানা এলাকার উত্তর দেবীপুরের বাসিন্দা দুই ভাই রুবিকুল আলি ও জাফর আলি ক্যাটারিংয়ের কাজ করতে হরিয়ানায় গিয়েছিলেন মাসদুয়েক আগে।

আরও পড়ুন- ওসি সৌভিকের তৎপরতায় বাঁচলেন অসুস্থ বৃদ্ধা

কিন্তু এক সপ্তাহ আগে হঠাৎই হরিয়ানার পুলিশ তাঁদের ধরে নিয়ে যায়। তারপর থেকেই বাড়িতে মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন তাঁদের। বৃদ্ধ মা তসলিমা বিবি ও স্থানীয়দের অভিযোগ, শুধু বাংলায় কথা বলার জন্য দুই ভাইকে আটকে রেখেছে হরিয়ানা পুলিশ। প্রয়োজনীয় নথিপত্র দেখানোর পরও কোনওরকম সুরাহা হয়নি বলে দাবি। দুই ভাইয়ের পাঠানো টাকাতেই দিন চলত একাকী বৃদ্ধ মায়ের। কিন্তু হঠাৎ হরিয়ানার পুলিশ তাঁদের আটক করে রাখায় বিপাকে পড়েছেন বৃদ্ধা। ইতিমধ্যে বিভিন্ন বিজেপি রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থায় রাজ্যজুড়ে প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস।

Latest article