প্রতিবেদন : বিহারে (Bihar) ভোটচুরির বিরুদ্ধে আওয়াজ তুলল তৃণমূল কংগ্রেস। দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিল, তৃণমূল সুপ্রিমো জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভোটচুরির বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করা হবে। সংবিধান হত্যার বিরুদ্ধে রাস্তায় নেমে আমজনতার প্রতিবাদ চলবে।
আরও পড়ুন- ওসি সৌভিকের তৎপরতায় বাঁচলেন অসুস্থ বৃদ্ধা
সোমবার পাটনায় ভোটের অধিকার যাত্রা এক বিশেষ মাত্রা পেল বাংলার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের তৃণমূলের দলনেতা ললিতেশ ত্রিপাঠীর অংশগ্রহণে। বিরোধী জোটের নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটচুরির বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিলেন তাঁরা। ভোটের অধিকার যাত্রার শেষে ইউসুফ পাঠান এবং ললিতেশ ত্রিপাঠী আরজেডি নেতা তেজস্বী যাদবের বাড়িতে বিরোধী জোটের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন। দেখা করেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড মুক্তিমোর্চার নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। তৃণমূলের সুরেই পাটনার আন্দোলন মঞ্চ থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, বিজেপি ভোটার তালিকা নিয়ে অ্যাটম বোম তিনি আগে ফেলেছেন। এবার তৈরি আছে হাইড্রোজেন বোম। বিজেপির নেতারা তৈরি থাকুন, হাইড্রোজেন বোম এবার আসছে।