দ্রাবিড় হয়তো ছাঁটাই হয়েছে : ডি’ভিলিয়ার্স

Must read

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ সম্ভবত রাহুল দ্রাবিড়কে ছেঁটে ফেলেছে। বিস্ফোরক মন্তব্য এবি ডি’ভিলিয়ার্সের (De Villiers)। সম্প্রতি রাজস্থানের কোচের পদ ছেড়েছেন দ্রাবিড়। সেই সময় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছিল, দ্রাবিড়কে তাঁরা আরও বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাতে রাজি হননি দ্রাবিড়।
এই প্রসঙ্গে ডি’ভিলিয়ার্সের (De Villiers) বক্তব্য, প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় ফুটবল লিগে দেখুন। কোচ ও ম্যানেজাররা সব সময় ভাল পারফর্মের জন্য মুখিয়ে থাকেন। ট্রফি জয়ই তাঁদের কাছে শেষ কথা। সেই সাফল্য না পেলে, অনেক সময়ই ক্লাব কর্তাদের সমালোচনার মুখে পড়তে হয়। অনেক সময় ছাঁটাইও হতে হয়। তিনি আরও যোগ করেছেন, দ্রাবিড়ের ক্ষেত্রে আসল ঘটনা কী, সেটা আমরা জানি না। তবে আমার ধারণা, ওঁকে অন্য কোনও পদের প্রস্তাব দেওয়ার অর্থ একপ্রকার ছাঁটাই করাই। তবে দ্রাবিড়ের জুতোয় পা গলানো মোটেই সহজ নয়। আমি বহু তরুণ ক্রিকেটারের সঙ্গে কথা বলে দেখেছি, ওদের কেরিয়ারে দ্রাবিড়ের ভূমিকা কতটা।
ডি’ভিলিয়ার্স আরও যোগ করেছেন, গত আইপিএলে রাজস্থানের খারাপ পারফরম্যান্সের কারণ নিমালে ব্যর্থ হওয়া। এছাড়া জস বাটলারের মতো বেশ কিছু ভাল ক্রিকেটারকে ওরা ছেড়ে দিয়েছে। কিন্তু বিকল্প নিতে পারেনি। দু’একজনকে ছাড়া যায়। তাই বলে এতজনকে একসঙ্গে ছাড়াটা ভুল। এতে দলের ভারসাম্যটাই নষ্ট হয়ে গিয়েছিল।

আরও পড়ুন-বিহারের ৩৯ বিধানসভায় ২ লক্ষ ভুয়ো ভোটার, আশঙ্কাই সত্যি, তথ্য তুলে ধরে পর্দাফাঁস তৃণমূলের

Latest article