পরীক্ষা চলাকালীন স্কুল বা পরীক্ষাকেন্দ্রের বাইরে মাইক বাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিধানসভার (Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অধিবেশনে তিনি জানান, একাধিক অভিযোগ তাঁর কাছেও এসেছে যে মাইক ব্যবহারের ফলে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। অধ্যক্ষের মতে, এই বিষয়ে সকলের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
পরিবেশ দূষণ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে পরিবেশ দফতরের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্যও এদিন গুরুত্ব দেন। বলেন, “দূষণ নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজনীয়। এ কাজে সকলকে এগিয়ে আসতে হবে।” বিধায়কদের উদ্দেশ্যেও সহযোগিতার আহ্বান জানান তিনি। মন্ত্রী জানান, সংবিধানে পরিবেশ আলাদা কোনও তালিকাভুক্ত বিষয় নয়। অর্থাৎ এটি না কেন্দ্রের এক্তিয়ারে, না রাজ্যের। তবুও দফতর এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। পরিবেশ সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে নাগরিকেরা সরাসরি জানাতে পারেন দফতরের টোল ফ্রি নম্বরে। সেই নম্বর হল ১৮০০৩৪৫৩৩৯০।
আরও পড়ুন-বিপজ্জনকভাবে মোড় নেওয়ায় সেনার গাড়ি আটকাল কলকাতা পুলিশ! ঘটতে পারত বড় দুর্ঘটনা
চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানান, বছরে মাত্র কয়েকটি বিশেষ উৎসবে সীমিত সময়ের জন্য মাইক ও আতশবাজি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। দীপাবলীতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত, ছটপুজোয় সন্ধে ৬টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত এবং বড়দিনে রাত ১১টা ৫৫ থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই ছাড় প্রযোজ্য। এই সময়সীমার বাইরে নিয়ম ভঙ্গ হলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে সতর্ক করেন মন্ত্রী।
অধ্যক্ষ থেকে মন্ত্রী—উভয়ের মন্তব্যেই পরিষ্কার, পরীক্ষার্থীদের স্বার্থে এবং পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ও বিধানসভা একই সুরে গুরুত্ব দিচ্ছে।