রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্পের আওতায় গত অর্থবর্ষে (২০২৪-২৫) ১৯ হাজার ৪৭১ জন ছাত্রছাত্রী ঋণের সুবিধা পেয়েছেন। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও প্রশ্ন তুলেছিলেন, রাজ্যে এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা কত এবং আলিপুরদুয়ার জেলা ও কুমারগ্রাম ব্লকে কতজন ঋণ পেয়েছেন। এর উত্তরে শিক্ষামন্ত্রী জানান, আলিপুরদুয়ার জেলায় এ পর্যন্ত ২৭০ জন ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় ঋণ নিয়েছেন। এর মধ্যে কুমারগ্রাম ব্লকের সুবিধাভোগীর সংখ্যা ২১ জন।
আরও পড়ুন-পরীক্ষাকেন্দ্রের বাইরে মাইক বাজানো নিয়ে বিধানসভায় উদ্বেগ, দূষণ রোধে সচেতনতার ডাক
শিক্ষামন্ত্রীর বক্তব্য, উচ্চশিক্ষার জন্য যাতে অর্থাভাবে কোনো মেধাবী ছাত্রছাত্রী পিছিয়ে না পড়েন, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্প চালু হয়েছে। তিনি আরও জানান, এই প্রকল্পে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়, যা কম সুদে দীর্ঘমেয়াদে শোধ করার সুযোগ রয়েছে।