বিজেপি রাজ্যে সরকারি হাসপাতালে ইঁদুরে খুবলে খেল সদ্যজাত শিশুর দেহ

সাসপেন্ড করা হয়েছে দু'জন নার্সকে। গোটা ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের মানবাধিকার কমিশনের তরফে।

Must read

প্রথম নয়, কয়েকদিন ধরেই হাসপাতালের নিওনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিটে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। এবার সেখানে পর পর দু’দিন দুটি সদ্যজাত শিশুকে কামড়ে দিয়েছে ইঁদুর বলেই অভিযোগ করা হয়েছে। দুর্ভাগ্যবশত মঙ্গলবার, একজনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore) মহারাজা যশবন্তরাও হাসপাতালে এই ঘটনা নিয়ে দেশজুড়ে নিন্দার মুখে সরকারি পরিষেবা। মহাত্মা গান্ধী মেমোরিয়াল (এমজিএম) মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত এই হাসপাতাল ইন্দোরে সব থেকে বড় সরকারি হাসপাতাল হলেও তাঁর এই জাতীয় গাফিলতি নিয়ে রীতিমত ক্ষুব্ধ সদ্যোজাতের পরিবার।

আরও পড়ুন-নির্বাচন কমিশনের অন্তর্তদন্তে ফাঁস যোগীরাজ্যের ভোটার কারচুপি

স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে নার্সদের কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। সাসপেন্ড করা হয়েছে দু’জন নার্সকে। গোটা ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের মানবাধিকার কমিশনের তরফে। জানা গিয়েছে, ওই শিশুর ওজন ছিল মাত্র ১.২ কেজি। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অত্যন্ত কম ছিল। সাথে ছিল ফুসফুসের জটিলতা এবং অন্যান্য জন্মগত ত্রুটি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ওই শিশুকে। তাঁর মাঝেই ওই ইউনিটে দুই শিশুর কাঁধ এবং আঙুলে কামড়ে দেয় ইঁদুর । মৃত শিশুটির বয়স মাত্র সাত দিন।

আরও পড়ুন-৮৫টি গ্রামে জল বাঁচানোর লড়াইয়ে দিশা বেলপাহাড়ির ‘দুর্গা’ লীলাবতী

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অসুস্থতার বাহানায় দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছে। মৃতপ্রায় অবস্থায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ওই শিশুটিকে এবং পরে সেপটিসেমিয়ার ফলে মৃত্যু হয় তার। অন্য শিশুটির অপারেশন করার পরে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে আইসিইউতে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। আপাতত ইঁদুর মারার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। আকাঙ্ক্ষা বেঞ্জামিন এবং শ্বেতা চৌহান নামে দুই নার্সিং অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। আরও কয়েক জনকে শো-কজ় নোটিস পাঠানো হয়েছে। পেস্ট কন্ট্রোলকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে ঘটনা ঘটে যাওয়ার পর কেন হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশ এল? এতদিন ধরে অভিযোগ করা হলেও কেন সঠিক পদক্ষেপ নেওয়া হয় নি? ডবল ইঞ্জিন রাজ্যে শিশুদের প্রাণও যে মূল্যহীন সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

Latest article